
খন্দকার আমির হোসেন | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
সন্ত্রাস নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি, এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৫ উপলক্ষ্যে পিএফজি শান্তি পদযাত্রাও আলোচনা সভার আয়োজন করেছে । রবিবার (২১ সেপ্টেম্বর) নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
এসময় বক্তারা সমাজের সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বলেন, সমাজে যারা বিশৃঙ্খলা, অশান্তি, ও নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে ঘৃণা করুন, তাদের সাথে কোন ধরনের আত্মীয়তার বন্ধনে জড়াবেন না, তাদের সাথে চলাফরা এবং কথা বলা বন্ধ করে দিন। কেননা বিশৃঙ্খলাকারী ও দুষ্কৃতিকারীরা কারো বাবা, ভাই কিংবা স্বজন হতে পারে না, তারা শুধুই দুষ্কৃতিকারী। আলোচনা শেষে “ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই শ্লোগান নিয়ে শান্তি পদযাত্রার র্যালী জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সদর পিএফজি’র পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর হলধর দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল্লাহ খন্দকার, পিস অ্যাম্বাসেডর এডভোকেট রাজিয়া সুলতানা জুপি, নরসিংদী জেলা রিপোর্টার’স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য মনিরুজ্জামান মনিরসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।
Posted ৮:০১ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।