
শরীয়তপুর প্রতিনিধি | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
শরীয়তপুর জেলার নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ড্রেজার ও অবৈধ বাল্কহেড চালানোসহ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে ৭টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। গতকাল রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত একটানা বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। অভিযানে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেড এবং নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৩টি নৌকা আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— হায়রত আলী (২৮), মোঃ হোসেন সরকার (৪৫), মোঃ রিয়াজুল ইসলাম (২৫), মোঃ সিরাজুল ইসলাম (২২), মোঃ হাসান হাওলাদার (২১), মোঃ শাকিল হোসেন (১৯), কামাল সরকার (২৮), সালাউদ্দিন ভূইয়া (২৮), মোঃ শাওন ভূইয়া (১৮)।
পুলিশ জানায়, অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড চালিয়ে বালু উত্তোলন এবং কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা নদী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব কাজে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মো ইয়াছিনুল হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে সরকারি অনুমতি ছাড়া কোনভাবেই বালু উত্তোলন না করতে সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
Posted ৮:০২ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।