স্টাফ রিপোর্টার | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
চাঁদপুর সদররস্থ ফারাক্কাবাদ ডিগ্রি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রবিবার ( ৭ ফেব্রুয়ারি) কলেজের গভর্নিং বর্ডির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় নেওয়া হয়। এ বিষয়ে কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাঙালি জাতি স্বত্তার প্রতীক। বাঙালি জাতির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক-অভিন্ন। সারাদেশে জন্মশতবার্ষিকী উৎযাপন করা হবে। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই ফারাক্কাবাদ ডিগ্রি কলেজেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উৎযাপন
উপলক্ষে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনেরও কর্মসূচি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নয়নের সোপানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। জননেত্রী শেখ হাসিনার আমলে শিক্ষাখাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিলেন, কলেজের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা ফেরদৌসী আক্তার সহ সকল শিক্ষকবৃন্দ। বি.দ্র. গভর্নিং বডির মিটিংয়ে পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সুজিত রায় নন্দীর সঙ্গে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।