শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ | শনিবার, ২১ মে ২০২২ | প্রিন্ট
পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ৬ পরীক্ষার্থীকে আটক করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা। আটককৃতদের সবার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায়। জেলায় ১৭ টি পরীক্ষা কেন্দ্রে ৮,০৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,৯৮১ জন উপস্থিত ছিলেন। শুক্রবার (২০ মে) সকালে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র হতে ৬ পরীক্ষার্থীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা। আটককৃতরা হলেন,জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের মোঃ আলমগীর শেখ এর পুত্র আরিফুর রহমান, সামান্তগাতি গ্রামের আসমত আলীর ছেলে আবিদ শেখ, সেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামের মোঃআশরাফ আলীর পুত্র আলী আজম, নাজিরপুর সদর ইউনিয়নের বানিয়ারী গ্রামের মোঃ আলমগীর শেখ এর ছেলে মোঃ শিপন, শ্রীরামকাঠী ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের পরিতোষ হালদারের মেয়ে প্রিয়া হালদার, মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ হালদার। পিরোজপুর জেলা গোয়েন্দাশাখা কর্মকর্তারা পরীক্ষা শুরুর পূর্বেই ২ টি পরীক্ষা কেন্দ্রের সম্মুখ হতে ৫ জন এবং পরীক্ষা চলাকালীন ১ টি কেন্দ্রের সম্মুখ হতে ১ জনকে মোবাইল হোয়াসএ্যাপস ম্যাসেঞ্জারে উত্তর পত্রসহ আটক করে পিরোজপুর সদর থানা পুলিশের নিকট সোপর্দ করে। উল্লেখ্য যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ পরীক্ষা কেন্দ্রের বাহিরে বসে প্রশ্ন পত্রের উত্তর সমাধান করে পরীক্ষা হলে প্রেরণ করে। এবিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মোঃ আজম মাসুদ্দুজামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রশ্ন পত্র ফাঁস প্রসঙ্গে আমার জানা নাই তবে ৬ জন আটক আছে বলে অন্য কোন প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত ফোনের লাইন কেটে দেয়।
Posted ৮:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।