
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীকরণের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী পৌর পার্ক জুলাই চত্ত্বর থেকে শুরু করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, ২৪শে জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অথচ দীর্ঘ এক বছরেও এর যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করতে হলে এই ঐতিহাসিক দিনকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এসময় তারা জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীভাবে প্রতিষ্ঠার জোর দাবি জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শহীদ আশিকুল ইসলাম রাব্বির মা শামসুন্নাহার, শহীদ তামিম হৃদয়ের বাবা তমিজ উদ্দীন ও আহত জুলাই যোদ্ধারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারক লিপি প্রদান করেন।
Posted ৯:৪০ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।