
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
আজ রবিবার নরসিংদী সদর হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের হয়রানি করার অভিযোগে এক দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে সে ভবিষ্যতে এ ধরনের কাজে আর লিপ্ত হবে না বলে মুচলেকা দেয়। এই দালালের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ১০-১২ জন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আটককৃত দালালের নাম মেহেদী হাসান (২৫)। সে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। নরসিংদী সদর থানা পুলিশ তাকে আটক করে। আটক হওয়ার পর মেহেদী আরও কয়েকজন দালালের নাম প্রকাশ করে। এরা হলো রানা মিয়া, অলেক, সজীব, বাবু, লাইছ, বিজয়, রাজন, শাহীন, তাহমিনা, বিজয় ও জনৈক নাইনগার্ড। পুলিশ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. আমিরুল হক (শামীম) বলেন, দালালদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থান বরাবরই ছিল, ভবিষ্যতেও থাকবে। এই বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। আমি আমার স্টাফ, চিকিৎসক এবং সবাইকে বলে দিয়েছি দালালের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। দালাল আটক করলেই বিভিন্ন মহল থেকে তাদের ছাড়ানোর জন্য তদবির শুরু হয়, কিন্তু আমরা কোনো তদবিরে কান দেবো না। এর আগেও একটি দালাল চক্রকে আমরা আইনের আওতায় এনেছি।
তিনি আরও জানান, হাসপাতালের পরিবেশ সুস্থ রাখতে এবং রোগীদের হয়রানি বন্ধ করতে দালালদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও তাদের স্বজনদের সতর্ক থাকার এবং কোনো ধরনের দালাল চক্রের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ করেছে।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।