
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ রাজষপুর গ্রামের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ওই গ্রামের মরহুম আ. মজিদের একমাত্র ছেলে।
মুক্তিযুদ্ধের এই অসম সাহসী সেনানি গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাদিয়া পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক সুমনের শ্বশুর।
আজ রবিবার সকাল ১১টায় নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছে।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।