প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী) | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
দিন-ক্ষণ নির্ধারন করা না হলেও জাতীয় নির্বাচনের প্রচারণায় নেমে পড়েছেন নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের এম.পি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মাজিদ হুমায়ুন পুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। বিভিন্ন সামাজিক, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সভায় তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সন্ত্রাস, শোষণ, দূর্ণীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে ‘নৌকা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বেলাবতে বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় খাবি খাচ্ছে তখন শেখ হাসিনা আমাদেরকে কোন অভাব, মন্দার আঁচড় লাগতে দেননি। বিশ্বজুড়ে এত সমস্যার পরেও তিনি উন্নয়নের গতি থামান নি। উল্লেখ্য, চাকরী, প্রশাসন ও রাজনৈতিক ক্ষেত্রে দূর্ণীতি শূন্যে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে আমার বাবা শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আপনাদের ব্যাপক উন্নয়ন করেছেন। শতভাগ বিদ্যুৎ, উন্নত রাস্তাঘাট, আধুনিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক শৃঙ্খলা, সংঘাত মুক্ত সহাবস্থানের পরিবেশ, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, উন্নত চিকিৎসা সেবা, মডেল মসজিদ সহ আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান, বেকারদের কর্মসংস্থান, গৃহহীনদের জমিসহ আবাসন, বিসিক শিল্পনগরী, প্রশাসনে গতিশীলতা ও স্বচ্ছতাসহ বৃহৎ বৃহৎ উন্নয়ন কার্যক্রম চলছে।’ এসময় তিনি আরও বলেন, বিএনপি – জামাত জোটের হিংসাত্মক রাজনীতি বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে। রাজনৈতিক মামলা হামলা, নির্যাতন, লুটপাট এসব এখন বেলাববাসীর কাছে অতীত দুঃস্বপ্ন। তাই আওয়ামীলীগের নৌকা আবারও বিপুল ভোটে এ আসনে জয়ী হবে।’ জনগনের উদ্দেশ্য তিনি রাজনীতির সুস্থ ধারা ও উন্নয়নের গতি সচল রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এ পর্যন্ত নারায়ণপুর, বিন্নাবাইদ, পাটুলী, সল্লাবাদ, উলিলাব ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কর্মী সম্মেলনে এসব কথা বলেন এবং তার বাবা শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জন্য আবারও ভোট প্রার্থনা করেন। বিভিন্ন সমাবেশে বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোর্শেদ সারোয়ার লেলিন, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ, জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা এ্যাড. শহিদুল্লাহ শহিদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ইসরাত জাহান তামান্না, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিকসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।