| শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
মো. ইয়াছিন মিয়া, স্টাফ রিপোর্টার: সকল জল্পনা– কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ই ডিসেম্বর বেলা ৩ টায় নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী শহর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের নামের একটি তালিকা করা হয়।
নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীর উপস্থিতিতে নরসিংদী শহর আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন পৌরসভা নির্বাচনে ৬ (ছয়) জন প্রার্থীর নামের প্যানেল “রেজুলেশন আকারে” “স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে” প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কামরুজ্জামান কামরুল, বর্তমান মেয়র ও সভাপতি, নরসিংদী শহর আওয়ামীলীগ, এস.এম.কাইয়ূম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামী লীগ, রিপন সরকার, সাবেক আহবায়ক, নরসিংদী জেলা শ্রমিক লীগ, মোন্তাজ উদ্দিন ভুইয়া, সদস্য, নরসিংদী জেলা আওয়ামীলীগ, আমজাদ হোসেন বাচ্চু, সাধারন সাধারন, নরসিংদী শহর আওয়ামীলীগ, এডভোকেট জামান, আইন বিষয়ক সম্পাদক, নরসিংদী শহর আওয়ামীলীগ।
আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে “স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড “একজন প্রার্থীকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হবে।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।