সোমবার ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্পাদক পদে আলোচনায় জুলাই যোদ্ধা হাসিব

নোয়াখালী প্রতিনিধি :   |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্পাদক পদে আলোচনায় জুলাই যোদ্ধা হাসিব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রদলের আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে প্রথমসারির যোদ্ধা হাসিবুল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ফিসারিজ এন্ড মেরিন স্যাইন্স বিভাগের একজন শিক্ষার্থী। হাসিব ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা হিসেবে নিজেদের নাম ঘোষণা করেছেন আরও তিনজন, সভাপতি পদে প্রার্থী হয়েছেন চারজন।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় থাকা হাসিবুল হোসেন বলেন, গত ২০২৪ সালে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের একজন প্রতিনিধি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন হাসিব। দিনটি ছিলো ৭জুন, ওইদিন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কোটা প্রথার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে তাঁর (হাসিব) নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে এ আন্দোলন ১দফায় যাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়, সদরের সোনাপুর, দত্তেরহাট, মাইজদী পৌর বাজার, টাউন হল মোড়, সুপার মার্কেট ও মাইজদী বাজারের সকল আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদলের নেতা কর্মীদের নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। প্রথম সারির একজন যোদ্ধা হিসেবে প্রতিটি আন্দোলনে স্লোগান’সহ নেতৃত্ব দেন তিনি। এ আন্দোলনের শুরু থেকে সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি’সহ যে কয়েকজন নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে হাসিব অন্যতম। পরবর্তীতে ৫আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর নেতৃত্বেদানকারী সমন্বয়কদের নিয়ে বৈষম্যবিরোধী কমিটি করা হলে সেটাতে বা পরবর্তীতে সমন্বয়করা বিভিন্ন সংগঠনে যোগদান করলেও তিনি ফিরে যান প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে। ৫ আগস্টের পর ক্যাম্পাস ছাত্রলীগ বিতাড়িত করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে হাসিনা বিরোধী বিক্ষোভ মিছিল, রোড মার্চ, পদযাত্রা, একতরফা ভোটের বিরোধী আন্দোলন, দলের পক্ষে লিপলেট বিতরণ, হরতাল, অবরোধ’সহ দলের সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ছিলো তারা। হরতাল অবরোধ পালন করতে গিয়ে জেলা শহর মাইজদীতে একাধিকবার পুলিশি হয়রানির শিকার হয়েছেন তিনি।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন কমিটিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদে প্রার্থীতা করছেন, ছাত্র নেতা জাহিদ হাসান, প্রথম আহবায়ক কমিটির সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান, ছাত্র নেতা সাব্বির হাসান, আল জকি হোসেন। সাধারণ সম্পাদক পদে হাসিব ছাড়াও প্রার্থী হয়েছেন, মোহাম্মদ সায়েম, মো. আশিকুর রহমান জীবন, মোহাম্মদ আলী। দলের ত্যাগি ও শিক্ষার্থী বান্ধব নেতাদের নিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে বিশ^বিদ্যালয় ছাত্রদলের একটি সুন্দর কমিটি উপহার দিবেন এমন প্রত্যাশা বিশ^বিদ্যালয় নেতৃবৃন্দের।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins