• শিরোনাম

    নাজিরপুর মহাসড়কে যত্রতত্র র্পাকিং, জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী সহ সাধারন পথচারীর রাস্তা পারাপার

    শফিকুল ইসলাম,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১

    নাজিরপুর মহাসড়কে যত্রতত্র র্পাকিং, জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী সহ সাধারন পথচারীর রাস্তা পারাপার

    জীবনের ঝুঁকি নিয়েশিক্ষার্থী সহ সাধারন পথচারীর রাস্তা পারাপার

    apps

    নাজিরপুর উপজেলা স্বা কমপ্লেক্স সংলগ্ন মহাসড়কে যত্রতত্র গাড়ি র্পাকিংকরায় জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচেছ শিক্ষার্থী সহ সাধারন মানুষ। অথচ সন্নিকটেউপজেলার মিনি বাস র্টামিনাল থাকা স্বত্ত্বে ও মহাসড়কের উপর লাইন দিয়ে গাড়ি র্পাকিং করায় কালিগঙ্গা নদীর উপর ব্রিজ হতে উপজেলা পরিষদ পর্যন্ত যানযট ও জীবনের ঝুঁকি ভয়বাহ আকার ধারন করেছে।উপজেলা সদরে নাজিরপুর কলেজ,সরকারী বালক উচচ বিদ্যালয় ,বালিকা মাধ্যমিক বিদ্যালয়,সরকারী বেগম ফজিলাতুনে”ছা মুজিব মহাবিদ্যালয়,কিন্ডার র্গাটেন সহ উপজেলা প্রশাসনের ২০/২১টি দপ্তর রয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, ও অফিসে কাজে আসা শত শত লোক প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। পথচারী নাছিরউদ্দিন জানান,রাস্তার উপর যত্রতত্র গাড়ি র্পাকিংকরে রাখা আর অন্যদিকে মহাসড়ক দিয়ে কার্গো ট্রাক,পিকআপ ভ্যান, দুরপাল্লার বাস,লোকাল বাস,অটোরিক্সা,ভ্যান গাড়ি সহ বিভিন্ন যানবাহন চলার কারনে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এ সমস্যার কারনে আমাদের জীবন অতিষ্ট হয়ে উঠেছে।

    সমস্যার সত্যতা স্বীকার করে উপজেলা র্নিবাহী অফিসার মো. ওবায়দুর রহমান জানান,বিষয়টি আমার নজরে পড়েছে।দু-এক দিনের মধ্যে সিএনজি চালক সমিতির সভাপতি/সম্পাদককে ডেকে সমস্যার সমাধান করব।

     

    বাংলাদেশ সময়: ৫:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ