
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় আলোচিত মুদি দোকানদার মানিক মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রায়পুরা থানাধীন উত্তর বাখর নগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামে মুদি দোকানদার মানিক মিয়া (৬৫) অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। নিহত মানিক মিয়া স্থানীয় জঙ্গি শিবপুর বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।
ঘটনার পর নরসিংদী জেলা পুলিশের একটি টিম হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) হত্যায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রমিজ উদ্দিন ওরফে রমু (২৬) ও সুজন মিয়া (২৭)।
Posted ৮:১২ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।