
মানিক সরকার, গাজীপুর প্রতিনিধি: | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা ২১ সেপ্টেম্বর, রবিবার শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে। দুর্গাপূজা আশ্বিন মাসের ঢাকের তালে আর শিউলি ফুলের মিষ্টি গন্ধে জানান দেয় যে, মা আসছেন ধরা দমে। সনাতন ধর্মের মানুষ দিনটির জন্য অধীর অপেক্ষায় করে থাকেন।
দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগররা। দিনরাত পরিশ্রম করেছেন তারা গাজীপুর কৃপাময়ী কালীমন্দির পূজা মন্ডপের কারিগর নিলয় চন্দ্র পাল বলেন, প্রতিমা তৈরিতে ব্যবহার হয়, খর, মাটি, বাঁশ, পাট, রং তুলি, কাপড় ও অন্যান্য উপকরণ দিয়ে। সকল প্রকার উপকরণ দিয়ে নিপুন হাতে তৈরি করে থাকেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা।
কথা বলতে বলতে প্রতিবেদককে জানান, এ কাজটা তারা শ্রদ্ধার সাথে করে থাকেন তাদের বাপ-দাদার পেশা হিসেবে। কিন্তু ব্যবহৃত জিনিসগুলো দাম বেড়ে যাওয়ায় কারিগররা হতাশ মুখে বলতে থাকেন, আগে ঘর সংসার কাজে মাটির জিনিস ব্যবহার হত। কিন্তু এখন মাটির জিনিস আগের মতন আর ব্যবহার হয় না। তারপরেও দুর্গা প্রতিমা তৈরির করে যে অর্থ আয় হয়, তা দিয়ে কোন মতে সংসার চালাতে হচ্ছে আমাদের। বাঙালির সংস্কৃতির অংশ আমাদের এই শিল্পটার দিকে যদি সরকারের সুদৃষ্টি আকৃষ্ট হয়, সরকার যদি শিল্পকে বাঁচাতে ঋণ সহায়তা দিয়ে আমাদের উৎসাহিত করতো তাহলে আমাদের অনেক উপকার হতো।
জয়দেবপুর কালী মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চন্দ্র ভট্টাচার্য বলেন, এ বছর মায়ের আগমন ঘটকে আর গমন দোলায়। রথ যাত্রার তিথি অনুযায়ী পূজা আগ-পিছ হয়। এবার ১১ আশ্বিন রবিবার ১৪৩২ বাংলা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ষষ্ঠী। ১২ আশ্বিন সোমবার ১৪৩২ বাংলা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং সপ্তমী। ১৩ আশ্বিন মঙ্গলবার ১৪৩২ বাংলা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং অষ্টমী। ১৪ আশ্বিন বুধবার ১৪৩২ বাংলা, ১ অক্টোবর ২০২৫ নবমী এবং ১৫ আশ্বিন বৃহস্পতিবার ১৪৩২ বাংলা, ২ অক্টোবর ২০২৫ বিজয়া দশমী উদযাপিত হবে।
গাজীপুর মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাপ্পি দে, বলেন মহানগরের দুর্গাপূজা ১২১ মণ্ডপে আর পুরো জেলায় ৩৩৪ টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হবে। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পূজার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ। সকল ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি। শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনা করেন তিনি।
Posted ৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।