এম. ইদ্রিছ আলী, ময়মনসিংহ ব্যুরো | রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | প্রিন্ট
পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসএসসি ব্যাচ ২০০০, এইচএসসি ব্যাচ ২০০২ ও লিজেন্ড বাংলাদেশ এর উদ্যোগে রোববার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এ
মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে মাসুদ পারভেজ, মুর্শেদ রাসেল, এরশাদুর রহমান, আশীষ মিত্র, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান মানিক, সৌহার্দ্য ওসমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে উল্লেখ করে এ
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
Posted ১:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।