• শিরোনাম

    লায়ন্স ক্লাবস ইন্টরন্যাশনাল নবগঠিত জেলা ৩১৫ এ-৩ এর উদ্যোগে ময়মনসিংহে বন্যা দুর্গতদের মাঝে LCIF ত্রান বিতরণ

    অনলাইন ডেস্ক মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

    লায়ন্স ক্লাবস ইন্টরন্যাশনাল নবগঠিত জেলা ৩১৫ এ-৩ এর উদ্যোগে ময়মনসিংহে বন্যা দুর্গতদের মাঝে LCIF ত্রান বিতরণ

    apps

    রুমাজ্জল হোসেন রুবেল: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ এ -৩ এর নবনির্বাচিত জেলা গর্ভনর লায়ন এ্যাড: খন্দকার সেলিমা রওশন এর ঐকান্তিক প্রচেষ্টায় বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল এলাকায় বন্যা দুর্গতদের মাঝে দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচির মাধ্যমে LCIF এর ত্রান সামগ্রী বিতরন করা হয়। গত ৩০শে আগস্ট নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার স্থানীয় লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দদের সমন্বয়ে বন্যা দুর্গতদের মাঝে চাল,ডাল,আলু, তৈল ও শুকনা খাবার বিতরন করা হয়। ঐদিন বিকালে ময়মনসিংহ শহরে ময়মনসিংহ গার্লস কলেজ মাঠে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল নবগঠিত জেলা ৩১৫ এ-৩ এর গর্ভনর এ্যাড: লায়ন খন্দকার সেলিমা রওশন, ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন এসকে কামরুল, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন নূরুল আলম, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, লায়ন মাহবুবুল আলম, লায়ন মিজানুর রহমান, লায়ন অধ্যক্ষ মোঃ সাহাবউদ্দিন, লায়ন অধ্যক্ষ মোঃ গোলাম সারোয়ার, লায়ন্স ক্লাবস ময়মনসিংহের প্রেসিডেন্ট লায়ন পি এন সরকার, সেক্রেটারী- লায়ন রিয়াদ মাহবুব, লায়ন্স ক্লাব গ্রেটার ময়মনসিংহের সাবেক সভাপতি লায়ন মোঃ নাজমুল, বর্তমান সভাপতি লায়ন মোঃ আশরাফুল, সেক্রেটারী- লায়ন মোঃ মনিরুজ্জামন মিন্টুৃ। দ্বিতীয় ধাপে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জামালপুর জেলা শাখার উদ্দ্যেগে গত ৩১শে আগস্ট জামালপুর ও টাঙ্গাইল জেলা শহরে প্রায় ১৭০০ বন্যাদূর্গত অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করা হয় এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জামালপুর জেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দসহ দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, সাবেক পৌর মেয়র নুরনবী অপু, লায়ন ইসতিয়াক হোসেন দিদার, অধ্যক্ষ আনিসুল ইসলাম চৌধুরী, কমিশনার নুরে আলম সিদ্দিকী জুয়েল, অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সফিউল হক মান্না, আনিসুর রহমান মুকুল। টাঙ্গাইল জেলা লায়ন্স ক্লাবের কো-অর্ডিনেটর লায়ন শিবিলী সাদিক, লায়ন এস আর আকবর খান, টাঙ্গাইল বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামসহ লায়ন্স জেলার ৩১৫ এ- ৩ গর্ভনর টিমের লায়ন নেতৃবৃন্দ। জামালপুর ইসতিয়াক হোসেন দিদার মহিলা কলেজ মাঠে ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মাঠে উক্ত ত্রান সামগ্রী বিতরন করা হয়।

    বাংলাদেশ সময়: ৭:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    পরম শ্রদ্ধেয় বাবার স্মরণে

    ৩০ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ