
| শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম সোহেল মিয়া ওরফে খোকন (৪০)। তিনি উপজেলার খড়িয়া গ্রামের আ: সাত্তারের ছেলে ও খড়িয়া বাজারের ডেকোরেটর ব্যবসায়ী।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ২টা ৩০ মিনিটে ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের কুমরাদী নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম জানান, ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি নসিমন কুমরাদী নতুন বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নসিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা খোকন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।
Posted ১২:১১ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।