
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট
বিএনপি’র অংগসংগঠন আজ (১৫ মার্চ ) নরসিংদী সরকারি কলেজের জনপ্রিয় ছাত্র নেতা সাবেক জিএস শহীদ বিল্লাল হোসেন রনির ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নরসিংদী সরকারি কলেজে শহীদ জিএস রনির স্মৃতি ভাস্কর্যে নরসিংদী জেলা বিএনপি ও নরসিংদী সরকারি কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহীদ বিল্লাল হোসেন রনির শ্রদ্ধা জানাতে তার স্মৃতি ভাস্কর্যে শতশত নেতা কর্মি উপস্থিত ছিলেন , সাবেক জিএস আকরাম হোসেন বলেন, জিএস রনি একজন মেধাবী ও ছাত্র বান্ধব নেতা ছিলেন, তার এই অপুরনীয় অভাব কোন ভাবেই ছাত্র সমাজ পুরন করতে পারবে না, তার পরিবারের পক্ষ থেকে তার ভাই, ব্যপারী রেজাউল করিম রেজা বলেন, আমার ভাইয়ের ১৪তম মৃত্যু বার্ষিকী আজ পালন করছি, নরসিংদী জেলা বিএনপির সকল সংগঠন উপস্থিত হয়েছে, তাই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অতি কষ্টের বিষয় জিএস রনি হত্যার বিচার পেলাম না এবং কে এই হত্যার মূল পরিকল্পনা করেছে? তার নাম জানতে পারিনি, আওয়ামীলীগের আমলে এই হত্যাকান্ডটি হয়, আজও এই মামলার সঠিক বিচার পাইনি, আশা করছি বর্তমান সরকার জিএস রনির হত্যার আসামীদের বিচার অবিলম্বে কার্যকর করবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মো: আবুল কালাম আজাদ, অধ্যাপক আ: রহিম, সম্পাদক শিক্ষক পরিষদ, ন,স,ক সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য, সামসু মিয়া, সাবেক ছাত্র দলের নেতা মো: মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান রিফাত,ইবনে আদেল শশী, মনিরুজ্জামান, পিয়াস,হৃদয়, শুভ, রায়হান,মাহাথির সায়মন,আবদুল্লাহ উৎস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, আবুল ফজল, সাবেক জিএস আকরাম হোসেন, যুবদল নেতা, সমন, শহীদ বিল্লাল হোসেন রনির পরিবারের ও আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদের পক্ষে ব্যাপারী রেজাউল করিম রেজা ফুলের শ্রদ্ধা শহীদ জিএস রনির স্মৃতি ভাস্কর্যে প্রদান করেন এবং জিএস রনির জন্য কলেজ শিক্ষক ও ছাত্র নেতারা দোয়া করেন।
Posted ১১:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।