| বুধবার, ০৬ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও এ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছে WE FOR OUR BANGLADESH ( WFOB) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের পরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের
পাহাড়ভাঙ্গা সরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১০০ জন দরিদ্র বয়স্ক নারী ও পুরুষ শীতার্তদের মাঝে কম্বল এবং সবার মাঝে মাস্ক বিতরণ করেন WFOB এর স্বেচ্ছাসেবীরা। তাছাড়া এলাকার শিশু,বালক- বালিকা, সব বয়সী মানুষের মাঝে শীতের জ্যাকেট, গরম কাপড় বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, সাবেক চেয়ারম্যান, ৭ নং চিলারং ইউনিয়ন ঠাকুরগাঁও, তিনি সংগঠেনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,” সুদূর টাংগাইলের মির্জাপুর থেকে এসে এখানকার মানুষের পাশে দাড়ানোর জন্য আমি আপ্লুত। আমি আপনাদের প্রাণপণ ধন্যবাদ জানায় এবং এই সংগঠনের উত্তর উত্তর সফলতা করি।”
উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সদস্য যুবরাজ মিয়া(প্রভাষক, বংশাই স্কুল এন্ড কলেজ) বলেন” “আমরা আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এসেছি, বিবেকের তাড়নায় আমরা বারবার মানুষের পাশে দাড়ায়ে চাই, এছাড়া তিনি সাবির্ক সহযোগিতার জন্য পাহাড়ভাঙ্গা যুব কল্যান সংগঠনের সভাপতি মোহাম্মদ সজীবসহ সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। পরবর্তীতে সংগঠনের সদস্য অপু ইসলাম, পার্থ ইভান, প্রদীপ , ইয়ামান হাসান ইমন ,সাকিব হোসেন সাগর, মনোয়ার হোসেন প্রান্তরা তাদের বক্তৃতায় সবসময় মানুষের পাশে দাড়ানোর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
অপু ইসলাম তার বক্তৃতায় বলেন” আমরা একদল স্বপ্নদৃষ্টা তরুন সমাজের সংকটে পাশে দাড়ানোর জন্য WE FOR OUR BANGLADESH ( WFOB) গড়ে তুলেছি একপ্রকার সংগ্রামের মধ্য দিয়ে
পরবর্তীতে সাংবাদিকরা সংগঠনটির ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে, WFOB সদস্যরা জানান যে, সংগঠনটি আগামীতে আরো সুসংগঠিত প্রক্রিয়ায় ব্যাপকভাবে মানবিক কর্মকান্ড পরিচালনার করবে।
ঠাকুরগাঁও এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়নে টাংগাইল জেলার “প্রত্যশা মাল্টিপার পারপাস কো-অপারেটিভ এর পরিচালক জনাব চঞ্চল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব খন্দকার রাসেল, নূর ইসলাম,মেহেদী হোসেন, ইমরান সিকদার,আব্দুর রহিম মিয়া সহ এই মানবিক কর্মকান্ড সার্বিক সহযোগিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি
Posted ৮:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।