রবিবার ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি হেরোইনসহ গ্রেফতার ২

মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি হেরোইনসহ গ্রেফতার ২

শনিবার রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের পশ্চিমপার্শ্ব হতে ভোর ০৬:২৫ টায় দুইজন মাদককারবারিকে ৫ কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম হলো – যথাক্রমে ১। মোসাঃ নাজমা (৫৩) ও ২। মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) । মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স-সহ ১৫ মার্চ ২০২৫ইং ভোর ০৬:০০ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী মডেল থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে, এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স-সহ ১৫ মার্চ ২০২৫ইং ভোর ০৬:১৫ টায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজন আসামীদ্বয়কে আটক করে ভোর ০৬:২৫ টায় গোদাগাড়ী মডেল থানা পুলিশ শ্লালীনতা বজায় রেখে অভিযুক্ত মোসাঃ নাজমা ও মোসাঃ তাহমিনা বেগম মিনু দ্বয়ের দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করেন।
রাজশাহী জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ অপরাধ প্রতিরোধে সার্বিক প্রক্রিয়া এবং গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ৫কেজি সহ দুইজন আসামী গ্রেফতার বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) জনাব মোঃ শরিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি জানান, রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় আমরা জেলা পুলিশের সকল কর্মকর্তা বৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জ সহ কর্তব্যরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাদক নির্মূল সহ সকল অপরাধ প্রতিরোধে ঘটনার মূল হোতাদের নাম উদ্ঘাটনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ সহ কর্তব্যরত পুলিশ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ৫কেজি সহ দুইজনকে গ্রেফতার করে রাজশাহী জেলা পুলিশের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এর জন্য রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে
সহকারী পুলিশ সুপার ( গোদাগাড়ী সার্কেল) জনাব মোঃ আবদুস সালাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ সকল অন্যায়ের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ সহ কর্তব্যরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যগন প্রতিরোধ গড়তে যথাযথ ভূমিকা রাখছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন এর সাথে মোবাইলে কল করে কথা বলা হলে তিনি জানান, হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান,উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে সকল অন্যায় প্রতিরোধে গোদাগাড়ী মডেল থানা পুলিশ সার্বিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং থাকবে।

Facebook Comments Box

Posted ১০:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins