
মোঃ জুয়েল রানা | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।
এরপর মাগুরার ঢাকা রোড বাসস্ট্যান্ড হয়ে তিনি জামরুল তলায় দলীয় কার্যালয়ে আসেন। সেখানে দলীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে সাকিব আল হাসানসহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু ও মাগুরা-২ আসনের মনোনীত প্রার্থী বীরেন শিকদার বক্তব্য রাখেন ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে সাকিবের।
Posted ৯:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।