
আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা মিটিং জুন ২০২৩ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে মিটিং অনুষ্ঠিত হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চুরি ডাকাতির প্রবনতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সকলকে এই সময় সজাগ দৃষ্টি রাখার গুরুত্ব আরোপ করা হয়। বাল্যবিবাহ রোধে আরো জড়ালো ভূমিকা পালন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিয়ন্ত্রণে টহল জোরদার করার নির্দেশ প্রদান করে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মধু তালুকদার, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চান, মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমোহর, কাজিপর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সোবহান চান, সাংবাদিক আঃ জলিল প্রমুখ। এই সময় কাজিপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Posted ১০:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।