
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর সাদ্দাম হোসেন (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু সাদ্দাম হোসেন (৩) আমজাদ হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ৩ বছরের শিশু সাদ্দাম হোসেন গত ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির শীলমান্দি বিলপাড় নানার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন।
শেখেরচর পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, শিশুটির মরদেহ পঁচে গিয়েছে এবং তাতে পোকা ধরে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতোমধ্যে পরিবারের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে আইনি প্রক্রিয়া চলছে।
Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।