রবিবার ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মাগুরা জেলা শাখার নির্বাচন সম্পন্ন

রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩   |   প্রিন্ট

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মাগুরা জেলা শাখার নির্বাচন সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মাগুরা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন শহরের দুধ মল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিজয়ী কার্যনর্বাহী পরিষদের ১৮ জন সদস্য হচ্ছেন মাগুরা জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি বিমল বিশ্বাসসহ ওহিদুল ইসলাম, শ্যামল বিশ্বাস, সমরেন বৈদ্য, বিকাশ সাহা, মোহাম্মদ রহুল আমিন, রতন বিশ্বাস, রতন কর্মকার, শুকুমার বিশ্বাস, সুবোধ সরকার, সুমন সরকার, তপন বিশ্বাস, তাপস সাহা, শ্যাম রুদ্র, বিপ্রজিৎ বিশ্বাস, বাবলু আলী, ফারুক শিকদার, আরব আলী।

সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। এবারের নির্বাচনে জেলার ৪ উপজেলার ১৪৬ জন ভোটার অংশ নিচ্ছেন। প্যালেন ভিত্তিক এ
নির্বাচনে কার্যনির্বাহী ১৮ টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকালে প্রধান অতিথি হিসেবে ভোট গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রিপনুল হাসান। সমন্বয়কারির দায়িত্ব পালন করছেন বাজুস কেন্দ্র্রীয় কার্যালয়ের অফিস সেক্রেটারী খালেদ আকন। নির্বাচন পরিচালনার জন্যে ৬ সদস্যের একটি পরিষদ ইতিমধ্যে গঠিত হয়েছে। এই পরিচালনা পরিষদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাজুস খুলনা
বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরী। নির্বাচন পরিচালনা পরিষদের অন্য দুই সদস্য হচ্ছেন শেখ ইদ্রিস আলী ও গণেশ সরকার। এছাড়া ৩ সদস্যের নির্বাচনী আপিল বিভাগের দায়িত্বে রয়েছেন মাগুরা জুয়েলার্স সমিতির বিমল দত্ত, মুন্সী জিল্লুর রহমান ও গোলক দত্ত। নির্বাচনে ১৮ জন কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হবার পর পরবর্তীতে
তাদের সমন্বয়ে বাজুস মাগুরা জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। বিকাল ৪ টায় সর্বশেষ সময় পর্যন্ত ১৪৬ জনের মধ্যে ১৪২ জন ভোটার তাদের ভোট প্রদান করে। বিকাল সাড়ে ৪ টায় শুরু হয় ভোট গননার কাজ শুরু হয়। পরে রাত ৮টায় ঘেষিত হয়
ফলাফল।

নির্বাচন বিষয়ে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান বলেন,বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি সায়েম সোবহান আনভীরের নের্তৃত্বে সারা দেশে এই সংগঠনটি এখন নতুন মাত্রা হয়েছে। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা মোতাবেক সারাদেশে শান্তিপুর্ণ নির্বাচনের মাধ্যমে প্রতিটি জেলার সংগঠনকে সুসংগঠিতভাবে গড়ে তোলা হচ্ছে। কেন্দ্রীয় সভাপতি চান সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের স্বর্ণের বানিজ্যিক ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করতে। বাংলাদেশের স্বর্ণের বাজারকে
মানুষের আস্থার অন্যতম ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে।

Facebook Comments Box

Posted ১০:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins