
শরীফ আহমেদ প্রতিবেদন: | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
গতকাল বিকেলে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন মুরগীর ফার্মের মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রেজাউল করিম (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১৬টি জাল সার্টিফিকেট ০১টি হার্ডডিক্সসহ সিপিইউ ০১টি মনিটর ০১টি কালার প্রিন্টার ০১টি কী-বোর্ড, ০১টি মাউস ও ০৫টি বিভিন্ন প্রকার ক্যাবল উদ্ধার করা হয়।পরে স্হানীয় যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ও মামলা দায়ের করা হয়েছে।
Posted ৩:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।