শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ে নরসিংদীতে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে তারিখ উল্লেখ ছিল ০২ নভেম্বর ২০২৫ খ্রি. তবে সেমিনারটি শুরু হয়েছে ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. রোজ সোমবার সকাল ১১টা ১০ মিনিটে নরসিংদী সদর উপজেলা পরিষদ হল রুমে।
এ বিষয়ে নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর বলেন, “এটা ভুলে হয়েছে।”
সেমিনারটির আয়োজন করে নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান প্রমুখ।
সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান।
সারা বাংলাদেশের ন্যায় নরসিংদী সদর উপজেলাতেও উপজেলা সমাজসেবা কার্যালয় প্রতিবন্ধীতা সনাক্তকরণের জরিপ কাজ সম্পন্ন করেছে। অদ্যাবধি উপজেলায় ১১,২৩৪ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সনাক্ত করে তাঁদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ০ থেকে ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ২,৫৮৪ জন।
নরসিংদী সদর উপজেলায় বর্তমানে ২০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরে (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ১৫৬ জন শিক্ষার্থী মাসে ৯০০ টাকা, মাধ্যমিক স্তরে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ৪৪ জন শিক্ষার্থী মাসে ৯৫০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে (একাদশ-দ্বাদশ শ্রেণি) ৩ জন শিক্ষার্থী মাসে ১,০৫০ টাকা করে উপবৃত্তি পাচ্ছে।
Posted ১:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।