শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।
নরসিংদী সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত ২৫ জনের সবাই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাইভেট হাসপাতালে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন এবং ছাড়প্রাপ্ত হয়েছেন ২২ জন রোগী। তবে স্বস্তির খবর—এই সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলা সদর হাসপাতাল ও ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মিলিয়ে সর্বাধিক ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩২ জন, জেলা সদর হাসপাতালে ১৫ জন, মনোহরদীতে ৯ জন, রায়পুরায় ২ জন এবং বেলাব, পলাশ ও শিবপুরে বর্তমানে কোনো রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ১,০৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আবহাওয়া পরিবর্তন ও পরিচ্ছন্নতার অভাবে ডেঙ্গু সংক্রমণ বেড়ে চলছে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ৬:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।