শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অন্যের ছবি ও ভিডিও বিকৃত করে প্রচার করছে—এমন ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ। বিশেষ করে নারীদের ছবি ও ভিডিওকে বিকৃত করে মিথ্যা তথ্য বা আপত্তিকর কনটেন্ট তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় জেলা পুলিশ সতর্কবার্তা জারি করেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু নৈতিকতার পরিপন্থী নয়, বরং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে বা সহযোগিতা করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের বিবৃতিতে বলা হয়, ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কারো সম্মানহানি, প্রতারণা বা বিকৃত কনটেন্ট প্রচার করা অপরাধ। সবাইকে অনুরোধ করা হচ্ছে—এ ধরনের কাজ থেকে বিরত থাকুন এবং কেউ এর শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশকে জানান।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, সকল নাগরিককে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম যেন সচেতনতা, ইতিবাচকতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার প্ল্যাটফর্ম হয়, সেটি নিশ্চিত করতে সকলকে ভূমিকা রাখতে হবে।
Posted ৬:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।