• শিরোনাম

    শেরপুরে কোভিড-১৯ দ্বিতীয় ঢেও মোকাবেলায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা 

    এনামুল হক,শেরপুরঃ বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

    শেরপুরে কোভিড-১৯ দ্বিতীয় ঢেও মোকাবেলায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা 

    শেরপুরে কোভিড-১৯ দ্বিতীয় ঢেও মোকাবেলায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা

    apps
    অদ‍্য ১লা এপ্রিল-২০২১ইং থেকে ১৫ এপ্রিল-২০২১ইং পর্যন্ত কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেরপুর জেলার সকল পর্যটন কেন্দ্র, সিনেমা হল, বিয়ে অনুষ্ঠান, খেলাধুলাসহ সকল প্রকার সভা সমাবেশ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ নিষেধাজ্ঞা জারী করে ইতিমধ্যে জেলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। একই সাথে বুধবার ৩১ মার্চ বুধবার রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধ ঘোষণা সংক্রান্ত পোস্ট করা হয়। উক্ত নির্দেশনায় বলা হয়েছে,পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র, নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক, তাড়ানি পানিহাতা, শ্রীবরদীর রাজার পাহাড়, ডিসি উদ্যান, অর্কিডসহ জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
    এ নির্দেশনায় আরো বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।স্বাস্থ্যবিধি মেনে যানবহান, হোটেল ও ওপাসনালয় খোলা রাখা যাবে। রাত ১০টার পর বেশী প্রয়োজন ছাড়া কাউকে বাড়ীর বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) এ টি এম জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা ছাড়াও আরো অনেকগুলো ঘোষণা দেওয়া হবে।এ বিষয়ে শহরে মাইকিং করা হচ্ছে।বিষয়টি বহুল প্রচারে শেরপুর প্রেস ক্লাবসহ সকল প্রাতিষ্ঠানিক অফিসে এ সংক্রান্ত চিঠি দেওয়া হচ্ছে।

    বাংলাদেশ সময়: ৫:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    পরম শ্রদ্ধেয় বাবার স্মরণে

    ৩০ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ