
স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার:
ভাটার নামঃ M. B. C গ্রামঃ সাদুল্লাপুর (গোলাপ গ্রাম) বাজার সংলগ্ন। ইউঃ বিরুলিয়া থানাঃ সাভার। ২০১২ সনে সরকার ফিক্সড চিমনি র চুলা নিষিদ্ধ ঘোষনা করে সকল ইট ভাটার মালিকদের ঝিকঝাক চুলা তৈরীর নির্দেশ দিয়ে থাকেন। সেই নিয়ম মোতাবেক সকলেই ঝিকঝাক চুলা তৈরী করে ভাটা পরিচালনা করে আসছে। সরকারি নিয়ম অনুযায়ী ফিক্সড চিমনির চুলায় ইট পোরানো সম্পুর্ন রুপে অবৈধ। এবং পরিবেশের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকর। কাঠ লাকড়ি, টায়ার অবাধে পোড়ানো হচ্ছে এই ভাটায়। যা বেআইনি। এছাড়াও সরকারি খালের উপর ব্রিজ তৈরী করে এবং খালের পানি আটকিয়ে মাটির রাস্তা তৈরী করে পরিচালনা হচ্ছে এই ইট ভাটা। জনবসতি পূর্ন গ্রামের ঠিক পাশেই এই ইট ভাটা গড়ে ওঠায়। গ্রামের মানুষের প্রচুর অসুবিধা হয়। ভাটার কালো ধোয়ায় আশেপাশে কোন ফসল ফলানো সম্ভব হয় না। এলাকাবাসীর অনেক অভিযোগ থাকা সত্বেও কোন এক অদৃশ্য শক্তির ক্ষমতার দারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেই চলছে ইট পোরানোর কার্যক্রম। ২০০ মিটার দুরে বেগুনবাড়ি সরকারি বিদ্যালয় ৫০ মিটার দূরে মাজার, ১৫০ মিটার দূরে মসজিদ। ভাটার পাশেই ৪০ মিটার দূরে বাজার। উত্তরে ভাটা লাগোয়া বসতিপূর্ন গ্রাম। পশ্চিমে ৩০০ মিটার দূরে আবাসিক হাউজিং। ভাটার উত্তরে ঠিক উপরেই ভূমি তহসিল অফিস।
Posted ৩:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।