নাসিমুল ইসলাম নাসিম, গাজীপুর থেকে : দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের স্বাস্থ্য বিধি মোতাবেক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ব্যবসায়ী আলহাজ্ব আলমগীর হোসেন খান এক ব্যাতিক্রম উদ্দ্যোগ নিয়েছেন।
গত রবিবার গাজীপুরের নিজ এলাকা কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঁচ হাজার সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেছেন।
এই মাস্ক গুলো স্থানীয় মানুষের কাছে বিতরণ করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আলমগীর হোসেন খান ইতিমধ্যেই নিজ গ্রাম জাঙ্গালিয়া ইউনিয়ন এর বিভিন্ন ব্যাক্তির নিকট মাস্ক প্রদান করেন। এছাড়াও একতারা ফাউন্ডেশনের কাছে প্রায় দুই হাজার মাস্ক হস্তান্তর করেছেন।এই মাস্ক একতারা ফাউন্ডেশনের উদ্যোগে জনসাধারণের মাঝে বিতরণ করা হবে। একতারা ফাউন্ডেশনের মহাসচিব এই মাস্ক গ্রহণ করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, আলহাজ্ব আলমগীর হোসেন খান জনসেবা মূলক কাজে সবসময়ই এগিয়ে আসছেন এবং অন্যান্য ব্যক্তিদেরও এই কাজে এগিয়ে আসার অনুরোধ জানান। মাস্ক বিতরণ কর্মসূচীতে ব্যাবসায়ী শেখ পাভেল আকবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।।