রবিবার ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রাজশাহীতে মতবিনিময়

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী :   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রাজশাহীতে মতবিনিময়

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ রবিবার ২ মার্চ ২০২৫ ইং সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আরএমপি’র পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন,নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশেষ করে মসজিদ, ইফতার বাজার, কাঁচাবাজার, শপিং মল এবং বাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে পাশাপাশি ইফতারের সময় ঘরমুখো মানুষ দ্রুত সময়ে ঘরে ফিরতে পারে সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে। তিনি ব্যবসায়ী, মার্কেট ও বাজার সমিতির নেতৃবৃন্দকে যানজট এড়াতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং দোকানে সিসি ক্যামেরা লাগানোর কথা বলেন।

এছাড়াও তিনি যাত্রীদের নিরাপত্তায় পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দকে বাসে সিসি ক্যামেরা স্থাপন করতে বলেন।
তিনি আরও বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট, চাঁদাবাজ সম্পর্কে কিংবা কী কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা সাহস করে এগিয়ে আসুন, চাঁদাবাজ, সিন্ডিকেট, ভেজাল পণ্য তৈরি সম্পের্কে তথ্য দিন। প্রয়োজনে ক্যাব বা ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করবে পুলিশ তাদের সাহায্য করবে। তিনি বলেন, শুধু মাত্র আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না, এজন্য নৈতিকতা দিয়ে কাজ করতে হবে।
ভেজাল ইফতার সামগ্রী তৈরি না করা, পলিথিন ব্যবহার না করা এবং রাস্তা দখল করে বাজার না বসাতে সকলের প্রতি আহ্বান জানান।

সকলের সহযোগিতায় রাজশাহী মহানগরীতে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং যানজট মুক্ত নগরী তৈরি সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় বাজার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো: নূর আলম সিদ্দিকী, ডিজিএফআই, র্যাব-৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা ও এফবিসিসিআই-এর সভাপতি, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পরিবহণের মালিক-শ্রমিক ও নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins