শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে চারটি আসনের প্রার্থীর নাম নিশ্চিত করা হয়েছে।
নরসিংদী-১ (সদর) আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-২ (পলাশ) আসনে ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আশরাফ উদ্দিন বকুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।