
নরসিংদী জেলা প্রতিনিধি: | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪ শুরু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নরসিংদী মোসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি “জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪”-এর উদ্ভোদন করেন।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. বদিউল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহিনুল ইসলাম ভূইয়া প্রমুখ।
নরসিংদী মোসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে এ টুর্নামেন্টে ২৫ টি একক দল এবং দ্বৈত ৪১ টি দল অংশ গ্রহণ করছে।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।