
মোঃ নিজাম উদ্দিন | রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর হাজী মফিজ অযুফা হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামিলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, প্রধান শিক্ষক আল আমিন খান, ইউপি সদস্য আবু নছর, সমাজ সেবক মতিউর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সবাইকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পিতামাতা সন্তানকে আদব শিখাতে হবে, যাতে করে তারা গুরুজন, শিক্ষক ও পিতামাতাকে সম্মান করে। এছাড়াও এসময় তিনি শিক্ষা সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।