
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
‘কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর দাগনভুঞা উপজেলায় দাগনভূঞা কম্পিউটার সমিতির সাথে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি কার্যক্রম ও কারিগরি শিক্ষা বিষয়ক মত বিনিময় সভা কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে রবিবার সন্ধ্যায় স্থানীয় জমজম রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
দাগনভূঞা কম্পিউটার সমিতির সভাপতি ফেরদৌস মাহমুদ হিরনের সভাপতিত্বে ও কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান এজি সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক (অর্থ) আবদুল কাদের পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আবদুর রহমান ও বাসুদেব মল্লিক।
এসময় আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক বিপুল, সাবেক সভাপতি নুরুর হুদা বিদ্যুৎ, সহ সভাপতি ফখরুল ইসলাম, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, আনন্দ বাজার পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি ও এম এইচ টি আইটি সেন্টারের ট্রেইনার নাজমুল হাসান শুভ, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক এমরান হোসেন, সদস্য আনোয়ার হোসেন, শাহাদ হোসেন মিয়াজী, জিয়াউল হক পিন্টুসহ দাগনভূঞা কম্পিউটার সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৮:১৯ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।