
আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
কাজিপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার বিকাশে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় রাজশাহী বিভাগীয় কমিশনার তাকে রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেন। ৮ অক্টোবর এ সংক্রান্ত ঘোষিত তথ্য সুত্রে জানা যায়, কাজিপুর উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্ৰী, উপকরণ, শিক্ষার্থীদের মাঝে আইসিটি ক্ষেত্রে ধারণা ও দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, খেলাধূলায় মনোযোগী করা, খেলার মাঠ দখলমুক্ত করা, মিড-ডে মিল চালু, স্মার্ট প্রাথমিক বিদ্যালয় স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩ তম ব্যাচের সদস্য। তিনি জেলা পর্যায়ে ও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে তিনি জানান, শ্রেষ্ঠ হওয়ায় দায়িত্ববোধ এবং কর্মস্পৃহা আরো বাড়িয়ে দিয়েছে, আশাকরি ভবিষ্যতে আরও ভালো কাজের অংশীদার হবো।
Posted ৭:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।