
| মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
এ. এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় গোজাদিয়া ইউনিয়ন এর ঐতিহাসিক দরগাকান্দা মাঠে সোলায়মান ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর ১৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, গত রবিবার বিকাল ৩টায় করিমগঞ্জ একাদশ বনাম গুজাদিয়া টান পাড়া একাদশের মধ্যে।
টান টান উত্তেজনার মধ্যে খেলাটি নির্ধারিত সময়ে উভয় দলের মধ্যে ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হলে টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে ৪-৫ গোলে করিমগঞ্জ একাদশ গুজাদিয়া নামা পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল খেলাটি প্রায় ১৫ হাজারেরও বেশি ফুটবল ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।
টুর্নামেন্টির সার্বিক সহযোগিতায় ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী খুরশেদ আলম বকুল।
সুষ্ঠু, স্বাভাবিক ও সুশৃংখল পরিবেশে খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।