শুক্রবার ২৮ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

>>

‘এমপি হই আর না হই, তোমার বাড়ি উঠিয়ে দেব’

  |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট

‘এমপি হই আর না হই, তোমার বাড়ি উঠিয়ে দেব’

২১ ডিসেম্বর ছড়িয়ে পড়া ১ মিনিট ২ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ওই কর্মকর্তাকে বলছেন, ‘আমি প্রফেসর মান্নান বলছি। তুমি বাইরে থেকে এসে অনেক টাকা পয়সা কামিয়েছ। বাড়ি করেছ। তোমার সম্পর্কে অনেক তথ্য আমার কাছে এসেছে। তোমার ওপর আমি খুবই অসন্তুষ্ট। তোমার প্রমোশন প্রতিমন্ত্রী করেনি, বাংলাদেশ গভমেন্ট তোমার প্রমোশন দিয়েছে। মন্ত্রীর পক্ষে ভোট করার কথা যদি আবার শুনি, মনে রাখবা আমি যেমন ভালো মানুষ, তেমন খারাপ। তুমি যদি এখনই সংশোধন না হও, তবে আমি এমপি হতে পারি আর না-ই পারি, তোমার মেহেরপুরের বাসা আমি উঠিয়ে দেব। তুমি সংশোধন হয়ে যাও, আমার প্রিয়পাত্র হয়ে থাকবা। আমার ফোনের কথা তুমি মন্ত্রীকে বা শেখ হাসিনা যাকে খুশি বলতে পার। মনে রেখো, আমি শেখ হাসিনার প্রার্থী।’

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ফোন করে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নাম অলোক কুমার দাশ।

আব্দুল মান্নান বলেন, ‘আমার কথোপকথনের রেকর্ডটি সুপার এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল করা হয়েছে। এ ছাড়া ডা. অলক সরকারি চাকরির বিধিমালা অমান্য করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়াসহ তার নিজস্ব ফেসবুক পেজে রাজনৈতিক পোস্ট দেওয়ায় ফোনটি দিয়েছিলাম।’

Facebook Comments Box

Posted ১২:০১ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গণ-বিজ্ঞপ্তি
(507 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: newsnabokantha@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com