ফাহিম ফারহান | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলায় লোক কারূ- শিল্প মেলা ও লোকজ উৎসব -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় এমপি জনাব আব্দুল্লাহ আল- কায়সার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমরুল চৌধুরী অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন, মো:বেলাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ খ সার্কেল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনারগাঁ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডেন্ট সহ আর অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ খলিল আহমেদ সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য প্রদান করেন কাজী নুরুল ইসলাম পরিচালক,বাংলাদেশ লোক ও কারূ-শিল্প ফাউন্ডেশন। প্রধান অতিথি তার বক্তব্যে লোকজ উৎসব ও কারূ শিল্প মেলা কে বাংলাদেশের অতীত ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার প্রয়াস বলে উল্লেখ করেন।
পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে বলেন, আজকাল আমরা আমাদের অতীত সাংস্কৃতিক ঐতিহ্যকে ভুলতে বসেছি। আকাশ সংস্কৃতি এবং পাশ্চাত্যের সংস্কৃতির মাধ্যমে আমাদের বাচ্চারা লালিত হচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে হবে। এ ধরনের মেলা আয়োজন করে আমাদের সংস্কৃতিক ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
Posted ৮:০১ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।