• শিরোনাম

    ULAB ইউনিভার্সিটিতে টুরিস্ট পুলিশের “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” শীর্ষক মতবিনিময় সভা

    ফাহিম ফারহান শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

    ULAB ইউনিভার্সিটিতে টুরিস্ট পুলিশের “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” শীর্ষক মতবিনিময় সভা

    apps

    রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ULAB ইউনিভার্সিটি তে Students Affairs and co-curricular Office কর্তৃক ULAB ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সাথে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের এক মত বিনিময় সভা ও ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের ঢাকার রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। আরো উপস্থিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন, ঢাকা জোন ইনচার্জ ইন্সপেক্টর রাকিবুল হাসান সহ টুরিস্ট পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

    বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ULAB ইউনিভার্সিটির রেজিস্টার লে: কর্নেল (অব:)মোঃ ফয়জুল ইসলাম, ডেপুটি রেজিস্টার এন্ড হেড অফ এডমিশনস জনাব মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, সহকারী ম্যানেজার স্টুডেন্ট এফেয়ার্স অফিস ফেরদৌসী আরা, সহকারী অফিসার কো-কারিকোলার অফিস নুজহাত ফারহানা প্রেক্ষা সহ ইউনিভার্সিটির প্রায় পাঁচশত ছাত্র ছাত্রী।


    মত বিনিময় সভায় রেজিস্টার, যুগ্ম রেজিস্টার বক্তব্যে জ্ঞান সংগ্রহের জন্য ছাত্র-ছাত্রীদের ভ্রমণের প্রতি গুরুত্ব আরোপ করেন। টুরিস্ট পুলিশকে বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং ছাত্র-ছাত্রীদের বাংলাদেশকে জানা এবং পৃথিবীকে আরো ভালোভাবে জানার জন্য ভ্রমণ করার উৎসাহ প্রদান করেন।

    প্রধান অতিথি পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে বলেন “পৃথিবী হলো একটি বই আর প্রতিটি দেশ হলো পৃষ্ঠা। তাই সবাইকে বই পড়ে জ্ঞান অর্জন করতে হলে পৃথিবী ভ্রমণ করতে হবে আর সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ সব সময় ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে।কোন জায়গা ভ্রমণ করার পূর্বে নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে জানার জন্য টুরিস্ট পুলিশের পরামর্শ নিতে হবে। দেশের পর্যটন খাতকে প্রমোট করার পাশাপাশি বিদেশীদের জন্য বাংলাদেশকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে।

    বিষয় :

    বাংলাদেশ সময়: ৯:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ