
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সহ নারীদের পরিচয় যাচাইয়ে চেহারা ও ছবি মেলানোর মতো পদ্ধতি বাতিলের দাবিতে নরসিংদীতে পর্দানশীন নারীরা সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে নরসিংদীর সদর উপজেলা পরিষদ, নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পর্দানশীন নারীরা এ সমাবেশ করেন।
সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশের নারীরা তিনটি দাবি পেশ করেন অন্তর্বর্তী সরকারের কাছে। দাবি গুলো হলো, বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা। পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ায় সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখা।
এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনতিবিলম্বে আমাদের দাবিসমূহ পূরণ করবে অন্যথায় দেশব্যাপী পর্দানশীন নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দেন।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।