রাহিমা আক্তার রিতা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)- এ সার্ক এগ্রিকালচার সেন্টার এর আয়োজনে (২৪ এপ্রিল ২০২৪ খ্রি) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ‘সার্ক অঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকৎসালজিস বিষয়ক সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী চেয়ারম্যান, বাংলাদশে কৃষি গবষেণা কাউন্সিল ড. শেখ মোহাম্মন বখতিয়ার। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ও মো. তারিফুল ইসলাম, পরিচালক মার্ক এগ্রিকালচার সেন্টার ড. মো. হারুনুর রশীদ এবং রিসার্চ কো-অর্ডিনেটর, আইএফপিআরআই এখান। পরে অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরণ করা হয়। অন্যদের সংখ্যা উপস্থিত ছিলোন বারি’য় পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা অরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর এমএ কামরুজ্জামান পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ পরিয়ানক (কনন্দা ফসলা গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং াগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীকুল। অনুষ্ঠানে আপনে ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমি গবেষণা বি মো. মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উন্নতিন বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমি গবেষণा বিভাগ) ও তাসলিমা জাহান।
পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটে বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্নোয় প্রকাণ করেন। উদারণা উক্ত কর্মশালা গায় ১২ এপ্রিল ২০১৪ খ্রি. তারিখ হতে ব্র্যাক সিকিমে, অজীপুত্র শুভ গ্রা।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
dainikbanglarnabokantha.com | faroque
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।