শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে ডিবি, নরসিংদীর এসআই (নিঃ) জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া বকুলতলা এলাকা থেকে আশিক মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আশিক মিয়া মৃত খলিল মিয়ার ছেলে এবং নরসিংদীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে একই দিন রাত ৯টা ৫৫ মিনিটে ডিবি পুলিশের অপর এক অভিযানে নরসিংদী মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়া রাঙ্গামাটি ২ নম্বর পানির ট্যাংকি এলাকা থেকে আনোয়ার হোসেন (৩৩) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং রায়পুরা থানাধীন বালুয়াকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায়ও নরসিংদী মডেল থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।
এছাড়া সোমবার বিকেল সাড়ে ৫টায় রায়পুরা থানার এসআই (নিঃ) মো. আবুল হাসান হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি চলাকালে রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় লিজা জর্দ্দা কোম্পানির সামনে পাকা সড়ক থেকে মো. স্বপন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত স্বপন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিকা প্রসাদ (চরের কান্দা) এলাকার গোলাপ মিয়ার ছেলে।
এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।