শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদী জেলার সদর উপজেলায় জ্বালানি তেল ও ওজন পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিএসটিআই নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ কামরুল পলাশের নেতৃত্বে পরিদর্শক মোঃ আরিফ হোসেন আসিফ, অনিন্দ্য দে ও কাজী শাখাওয়াত হোসেন মনির সমন্বয়ে এ স্কোয়াড অভিযান পরিচালিত হয়।
অভিযানে নওপাড়া ও মাধবদী এলাকায় অবস্থিত মেসার্স নাসির সিএনজি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপকালে পেট্রোল, অকটেন ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটে সর্বোচ্চ ৪০ মিলিলিটার, ৫০ মিলিলিটার ও ৩০ মিলিলিটার কম পাওয়া যায়। এ কারণে কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং দ্রুত ইউনিটগুলো ঠিক করার নির্দেশ দেওয়া হয়। মাধবদী এলাকার মেসার্স শাহান উল্লাহ ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে সব ডিসপেন্সিং ইউনিটে সঠিক মান পাওয়া যায়।
এ ছাড়া মেসার্স এম এম কে সিএনজি ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে সর্বোচ্চ ৫০ মিলিলিটার, ৫০ মিলিলিটার ও ৪০ মিলিলিটার কম পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে অনতিবিলম্বে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে পাঁচদোনা এলাকার মেসার্স মিতু স্টিল, সুমন এন্টারপ্রাইজ ও সোহেল ট্রেডার্সে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই করে দ্রুত ভেরিফিকেশন লাইসেন্স গ্রহণের জন্য তাগাদা দেওয়া হয়। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।