নবকণ্ঠ ডেস্ক | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।” সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন,মোঃ আলতাফ হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মো: মাসুদ রানা।
নবনির্বাচিত সভাপতি মোঃ আলতাফ হোসেন বাবু বর্তমানে দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকা এবং ডেইলি আর্থ (ইংরেজি) পত্রিকার রাজশাহী বিভাগীয় চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা ডেইলি মর্নিং গ্লোরি (ইংরেজি) পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে সাংবাদিকতা করছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি:
সভাপতি: মোঃ আলতাফ হোসেন বাবু
পদবি: বিভাগীয় চিফ, দৈনিক বাংলার নবকণ্ঠ ও ডেইলি আর্থ (ইংরেজি) পত্রিকা, রাজশাহী।
সাধারণ সম্পাদক: মো: মাসুদ রানা
পদবি: স্পেশাল করেসপন্ডেন্ট, ডেইলি মর্নিং গ্লোরি (ইংরেজি) পত্রিকা।
কমিটির অন্যান্য সদস্যদের নাম অচিরেই ঘোষণা করা হবে।
নতুন এই কমিটি বৃহত্তর রাজশাহী বিভাগে সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনেকে প্রত্যাশা করেছেন।
Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।