মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় রাজশাহী মহানগরী গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮শ ৬০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো: মমিন (৪৫) ও মো: রাজু আহম্মেদ (৩৫)। মমিন কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া আশ্রায়ন গ্রামের মৃত আ: মজিদের ছেলে এবং রাজু রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।
তথ্য সুত্রে জানা যায় গতকাল সোমবার (৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দিবাগত রাত সোয়া ১টায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক সুমিত কুমার কুন্ডু ও তার টিম রাজপাড়া থানার টিবি পুকুর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার বাকীর মোড়ে রেল লাইনের পশ্চিম পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গাঁজা বিক্রি করাকালে মমিনকে আটক করেন। আটককালে মমিনের দেহ তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৬ পুরিয়ায় মোট ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির ৮শ ৬০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টায় কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: ফরহাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এসআই প্রশান্ত কুমার দাস ও তার টিম কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার হাড়পুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী রাজুকে আটক করা হয়। আটককালে রাজুর দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।