বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন, আর সুলতানপুর গ্রামে বাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছলে অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই রনি চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘আমরা একসঙ্গে দোকান বন্ধ করে বের হয়। পথিমধ্যে ভাইয়ের ওপর হামলার খবর পায়। তার কোনো শত্রু ছিল না। সে খুবই ভালো মানুষ ছিল। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করেছে। আমরা অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি।’

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins