শুক্রবার ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

>>

অবিলম্বে শিক্ষা ও ইতিহাস কমিশন গঠন করুন : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

নবকণ্ঠ ডেস্ক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

অবিলম্বে শিক্ষা ও ইতিহাস কমিশন গঠন করুন : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

অবিলম্বে শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানিয়েছেন কবি, সমাজবিজ্ঞানী ও মানবতন্ত্র প্রবর্তক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। ২৫ অক্টোবর ২০২৪ শনিবার বিকেল ৫টায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত “শেরে বাংলা এ কে ফজলুল হক : জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ দাবি জানান।

সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় সভাপতি কেয়া চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আহমেদ, সমাজকর্মী মোশাররফ হোসেন প্রমুখ।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “আমাদের শিক্ষা ও ইতিহাস বিকৃতির শিকার হয়েছে। জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে হলে একটি স্বাধীন ও কার্যকর শিক্ষা ও ইতিহাস কমিশন অবিলম্বে গঠন করা প্রয়োজন।” তিনি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, “শেরে বাংলার ন্যায় নেতার আদর্শ আজও প্রাসঙ্গিক। তাঁর মানবকল্যাণমূলক চিন্তাধারাকে শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী শেরে বাংলা এ. কে. ফজলুল হকের রাজনৈতিক প্রজ্ঞা, কৃষক-শ্রমিকবান্ধব নীতি এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ করতে শিক্ষা ও ইতিহাস গবেষণায় নতুন দিক উন্মোচন করা জরুরি।

তিনি আরও বলেন, মানবতন্ত্র (হোমোক্রেসি) ও শেরে বাংলার
রাষ্ট্র দর্শন প্রতিষ্ঠিত হলে জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৮:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1264 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins