শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দিনব্যাপী মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম তদারকি করেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
দিনের শুরুতে তিনি শিবপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার অফিসে পৌঁছালে সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মো. রায়হান সরকার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে সালামী প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, অভিযান, তদন্ত ও সেবামূলক কাজের সমন্বয় আরও জোরদার করে জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।

এরপর পুলিশ সুপার নরসিংদী শহরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেন। তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও যানবাহন চলাচল ব্যবস্থাপনা পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সড়ক নিরাপত্তা ও চলাচলে শৃঙ্খলা আনতে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেনসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, যানজট নিরসন এবং প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত থাকবে।
Posted ৯:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।