শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
মঙ্গলবার রাতে অফিস শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন নরসিংদী সদর উপজেলার পৌরসভার পার্শ্ববর্তী এলাকা এবং শহরের প্রধান সড়কসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্টসমূহ দ্রুত অপসারণের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) ও প্রশাসক, নরসিংদী পৌরসভা মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি সবাইকে নরসিংদী শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ফুটপাতের উপরের স্থাপনা সরিয়ে নিতে বলেন।
Posted ১:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।